শিরোনাম
সর্বজনীন পেনশন স্কীম (সরকারী চাকুরিজীবিদের ন্যায় আপনিও পেনশন পাবেন)
বিস্তারিত
"সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন"
প্রিয় মহাকালী ইউনিয়ন বাসি আসসালামু আলাইকুম, অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, এখন থেকে চাকুরিজীবিদের ন্যায় আপনিও পেনশন পাবেন আপনার অবর্তমানে আপনার উত্তরাধীকারীগণ পেনশন পাবে। তাই আপনিও সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহক হয়ে সুবিধা ভোগ করতে পারেন। নিরাপত্তার জন্য আপনার নিজের ব্যাংক হিসাব এবং নিশ্চয়তার জন্য ১৩/০৮/২০২৩ সালে প্রকাশিত বাংলাদেশ গেজেট দেখতে পারেন অথবা
www.upension.gov.bd ওয়েব সাইটে ভিজিট করুন।
সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করতে
যা লাগবে-
- আবেদনকারীর এনআইডি কার্ডের কপি;
- আবেদনকারীর এনআইডি অনুসারে ব্যাংক হিসাব;
- আবেদনকারীর সচলকৃত সীমসহ মোবাইল; এবং
- নমিনির এনআইডি কার্ড / জন্ম নিবন্ধন সনদ কপি।
উক্ত সকল তথ্য ও ডকুমেন্টস নিয়ে চলে আসুন
মহাকালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।