ইউনিয়ন পরিষদের কার্যাবলী
প্রধান কার্যাবলী নিম্মরুপ:
(ক) প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি
(খ) জনশৃংখলা রক্ষা
(গ) জনকল্যাণমূলক কায সম্পকির্ত সেবা এবং
(ঘ) স্থানীয় অথর্নৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পকির্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
(২) উপ- ধারা (১) এ উল্লিখিত প্রধান কাযাবলীর উপর ভিত্তি করিয়া পরিষদের কাযাবলী দ্বিতীয় তফসিলে বনির্ত হইল।
(৩) উপ-থারা (১) ও (২) এ যাহাই থাকুক না কেন, বিশেষ করিয়া, এবং উক্তরুপ উপ-ধারাসমূহের সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, সরকার সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের দায়িত্ব ও কতব্য বিধিদ্বারা নিধারণ করিতে পারিবে। তবে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের (টি,আর,কাবিখা,থোক বরাদ্দ ও অন্যান্য) সংশ্লিষ্ট ওয়াডের এক তৃতীয়াংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সংরক্ষিত মহিলা আসনের সদস্যকে অপর্ণ করিয়া হইবে।
১। পাচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পা তৈরী।
২। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
৩। শিক্ষা এবং প্রাথমিক ও গনশিক্ষা কাযর্ক্রম সম্পকিত।
৪। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কাযর্ক্রম বাস্তবায়ন।
৫। কৃষি, মতস্য ও পশুসম্পদ ও অন্যান্য অথর্নৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কাযর্ক্রম গ্রহন।
৬। মহাযারী নিয়ন্ত্রন ও দুযোর্গ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কাযর্ক্রম গ্রহন।
৭। কর, ফি, টোল ফিস ইত্যাদি ধাযর্করণ ও আদায়।
৮। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যান সম্পকির্ত প্রয়োজীয় কাযর্ক্রম সম্পাদন।
৯। খেলাধুলা, সামাজিক উন্নিতি সংস্কৃতি ইত্যাদি কাযক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান।
১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহন।
১১। আইন শৃংখলা রক্ষায় সরকারের অপির্ত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযর্ক্রম গ্রহন।
১২। জম্ম-মৃত্যু নিবন্ধীকরণ।
১৩। সরকারি স্থান, উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।
১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতি জ্বালানো।
১৫। বৃক্ষরোপন ও সংরক্ষন এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ।
১৬। কবরস্থান, শ্মশান, সজসাধারনের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষন ও পরিচালনা।
১৭। জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উতপাত ও তাহার কারণ বন্ধ করা।
১৮। জনপথ ও রাজপথের ক্ষতি বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।
১৯। গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিম্চিত করা।
২০। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রন।
২১। মৃত পশুর দেহ অপসারন ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রন।
২২। ইউনিয়নে নতুন বাড়ি, দালান নিমার্ন ও পুন:নিমার্ন এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ।
২৩। কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উতসের ব্যবস্থাপনা ও সংরক্ষন।
২৪। খাবার পানির উতসের দূষন রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা।
২৫। খাবার পানির জন্য সংরক্ষিত কুপ পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচা বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৬। পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবতী স্থানে শন পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৭। আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
২৮। আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্ত উত্তোলন নিষিদ্ধ করা।
২৯। আবাসিক এলাকার ইট মাটির পাত্র বা অন্যান্য ভাটি নিমার্ণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা।
৩০। অগ্নি বন্যা ,শিলাবৃষ্টিসহ ঝড় ভুমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় প্রয়োজনীয় তপরতা গ্রহন ও সরকারকে সাবর্ক্ষনিক সহায়তা প্রদান।
৩১। বিধবা এতিম গরীব ও দু:স্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।
৩২। সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পের উন্নয়ন ও উতসাহ প্রদান।
৩৩। বাড়তি খাদ্য উতপাদন ব্যবস্থা গ্রহন।
৩৪। গবাদিপশুর খোয়াড় নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করা।
৩৫। প্রাথমিক চিকিসা কেন্দ্রের ব্যবস্থা করা।
৩৬। ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা আরাম আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন।
৩৭। ই- গভর্নেন্স চালূ ও উসাহিতকরন।
৩৮। ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ।
৩৯। সরকার কতৃর্ক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস